দু’চার লাইন স্বতঃস্ফূর্ততায় সাঁতরানোর পর
থামি,ভাবি,ভয় হয় এ লেখায়
কোনো রকম কোনো উস্কানির ইঙ্গিত নেই তো?
যে আমি বরাবরই এত তৎপর
নিজের অমায়িকতায়
তার লেখাও তো হবে ঘরের কোণের অন্ধকার যেমন
কিম্বা ছিঁচকাঁদুনের মন কেমন,
এলেবেলে অকার্যকর বস্তুত।
ফলে একটা একটা অক্ষর ধরে
অর্থমালার নেক নজরে
আসার চেষ্টায় বিষয় থেকে সরে আসে চোখ।
অভিধানের পাতা উলটায়,
অভিমুখের ঘটে গেলে বিস্মরণ
সামলে দেয় সূর্যালোক।
আমি থাকি মিল এবং অম্রিতাক্ষরে
আমায় ঘিরে থাকে সময় আর স্বপ্নের স্তর।
এগোই, এগোতে এগোতেই ভাবি এ লেখায়
কোনো উস্কানির ইঙ্গিত নেই তো?
0 মন্তব্যসমূহ