ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বাষ্পময় -অনিন্দ্য পাল

 ভিজে উঠছে সব, চারপাশে বিন্দু বিন্দু বাষ্প 

চোখের নীচে একটা প্রস্রবণ আছে জানতাম 

এখন সেখানে বিন্দু পরিমাণ তরল জমে আছে 

আরও অনেক প্রবাহ আটকে আছে স্বেচ্ছায় 

আমি চাই না ওরা আসুক অথবা বয়ে যাক অধোগামী 

তবু যেমন কোন মৃত্যু, কোন ধ্বংস পারিনি আটকাতে 

জানি তেমনি এটাও গড়িয়ে যাবে পাতালের দিকে 

আমাকে উপেক্ষা করে ... 


আমি তাই ভাসিয়ে দিয়েছি নিজেকে 

নরম বাষ্পময় আগুনের কোলে ...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ