ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ফিরে যাবো একদিন - কঙ্কন গঙ্গোপাধ্যায়

 

এ পৃথিবীর আমি কেউ নই, শুধু ক'দিনের

ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ করে যেতে চাই সময়ের

রঙিন পাতায়।

সুখের মালশা ছোঁয়ার আগেই আগুন স্পর্ষে হয়েছে ভস্ম, এখন কেবলই দুঃখ বোঝাই তরুণির আসা-যাওয় লক্ষ করি নির্লিপ্ত চিত্তে।

অর্জন সব লুপ্ত হবে সাগরের নোনা জলে, যা থাকবে অবশিষ্ট, সেগুলোও ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় বিলীন হয়ে যাবে মাটির শরীরে

জানি কোন নৃতত্ত্ববিদ হয়রান হবে না অতীত তথ্যের অস্তিত্ব সন্ধানে।

তবুও নতুন ভোর আসার আগে ফিনিক্স ঠিক উড়ে যাবে

উড়ে যাবে সময় ক্ষেতের আল পেরিয়ে নিজভূমের দিকে

সম্ভব হলে ইতিহাসের জীর্ণ পাতায় অতি সন্তর্পনে চোখ রেখে দেখ

পেয়ে যেতে পার এই গ্ৰহের কিছু অজানা তথ্য।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ