তোমার মুখচ্ছবি যতোবার আঁজলা ভরে তুলতে যাই -
আঙুলের ফাঁক বেয়ে ঝরে পড়ে টুপটাপ, ততোবারই।
দুলন্ত জলে বৃথা তোমার প্রতিচ্ছবি খুঁজি -
দুলে দুলে একাকার হয়ে সব প্রতিবিম্ব ....
লক্ষ-কণায় ঝলকায় সূর্যের আলো ....
ছড়ায় উত্তাপ শীতল নদী-জলে;
এক সময় মূক হয় বাতাসের ভাষা।
তখন নদী জল শান্ত। আয়নার মতো তার লাবণ্য।
ঢলঢল করে কমনীয় মুখ।
হৃদয়ে বটের ছায়া। নীল নীলাকাশ।
প্রগাঢ় শূন্যতা ভরা হাহাকার।
আমার দু'হাতের অঞ্জলি শূন্যই থাকে।
ফুল ঝরে যাওয়া ফলহীন বৃক্ষের মতো
আমিও এক পায়ে দাঁড়িয়ে থাকি আজন্মকাল
রূপসী চাঁদ ওঠবার অপেক্ষায় ....।
(আমার চারপাশে সন্ধ্যা নামে ... নামে শীতার্ত রাত ...
অথচ বাকি থেকে যায় চাতকের জলপানের বিষয়টি।)
0 মন্তব্যসমূহ