ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নিরাশার পাখী - মলয় সরকার

 

গাছে গাছে নিরাশার পাখীরা বাসা বাঁধে,

ডানা ঝাপটায়,

সন্তান সন্ততির ধারা এগিয়ে নিয়ে যায়-


দূরে সবুজ ক্ষেতে পাকা শস্যের হাতছানি,

হেসে গড়িয়ে পড়ে সোনার রোদ-

ছিন্ন মুকুলেরা বাঁচার চেষ্টা করে প্রাণপণে,

ফিরেও তাকায় না কেউ সেই দিকে।


হাতছানির ইশারা নিছকই প্রহেলিকা-

মাঝে রয়েছে রক্তকাঁটার শৃঙখল,

পাখীর দল বৃথাই ওড়ে নীল আকাশের খোঁজে,

দিনান্তে দেখা যায় পড়ে আছে

কিছু রক্তাক্ত ছিন্ন পালক-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ