ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অপেক্ষার গান - কৌস্তুভ হালদার


 

মিছিল স্থগিত মিউজিক ক্লাসে,

স্বরলিপি লেখে সিগারেট – দেশলাই পোড়া হাসি;

এখনও কোন গান লেখা হয়নি।

অরণ্য ঘামতে শুরু করে

বাড়ি বাড়ি নুন মুক্ত জল খেতে আসে হরিণেরা,

ছায়া ছেড়ে চলে যায় মাছ।

আই সি ইউ তে অরণ্য একদিন কবিতা লেখে,

সেলাইন বোতলে জমে জ্যোৎস্না

দুটো পাখি রাখা ইনজেকশন সিরিঞ্জে;

অপেক্ষা গলিয়ে ওরা গান লিখতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ