আকাশের
ভাষা বুঝবে কী তুমি? তুমি তো আকাশ নও!
সাহারার তৃষা বুঝবে কী তুমি? তুমি তো সাহারা নও!
বনের গহনে
কত ফিসফাস
কথা ক'য়ে যায় বিজন বাতাস
গাছেদেরও আছে কত দীর্ঘশ্বাস,কত মর্মরধ্বনি
পাহাড়ের
আছে কত পরিভাষা
কত অজানায় কত ভালবাসা
চূড়ায় চূড়ায় হাতছানি কত, কত প্রিয় আবাহণী।
সমুদ্রে
যাও, বেশুমার
জলধি
ফুলে' ফুলে' উত্তাল নিরবধি,
সৈকতের
তৃষা তারও বুকে আছে-- বালুকাবেলার মোহ,
অরণ্যময়
পাখির কূজন
শত শ্বাপদের শত গর্জন
শত রূপে এই প্রকৃতি-মাতার অপরূপ সমারোহ।
দেশে দেশে
কত বিচিত্র ভাষা
চোখে চোখে কত কিসিম কুয়াশা
তাদের কৃষ্টি বুঝবে কী তুমি, যদি না নাগাল পাও!
কবি তুমি
হও মুসাফির পাখি
জীবন যেটুকু আছে বাদবাকি
সকলের কাছে যাও একবার,সকলের সাথ নাও!
সকলের গান
গাও তুমি কবি,সকলের ভাগী হও,
সকলের কথা আনন্দ-ব্যথা যতটুকু পারো কও।।
সাহারার তৃষা বুঝবে কী তুমি? তুমি তো সাহারা নও!
কথা ক'য়ে যায় বিজন বাতাস
গাছেদেরও আছে কত দীর্ঘশ্বাস,কত মর্মরধ্বনি
কত অজানায় কত ভালবাসা
চূড়ায় চূড়ায় হাতছানি কত, কত প্রিয় আবাহণী।
ফুলে' ফুলে' উত্তাল নিরবধি,
শত শ্বাপদের শত গর্জন
শত রূপে এই প্রকৃতি-মাতার অপরূপ সমারোহ।
চোখে চোখে কত কিসিম কুয়াশা
তাদের কৃষ্টি বুঝবে কী তুমি, যদি না নাগাল পাও!
জীবন যেটুকু আছে বাদবাকি
সকলের কাছে যাও একবার,সকলের সাথ নাও!
সকলের কথা আনন্দ-ব্যথা যতটুকু পারো কও।।
0 মন্তব্যসমূহ