কোথায়
গেলে পাব ফিরে
হারিয়ে
যাওয়া শৈশব
জীবন-যুদ্ধে
চলছে লড়াই
লক্ষ্য শুধুই বৈভব।
নিষ্পাপ
হাসি নির্মল প্রাণ
অবুঝ কথার বেসুরো গান
সাঁতার কেটে পুকুরে স্নান
সেই তো ছিল জীবন।
ভাই-বোনেদের
মারামারি
খেলনা নিয়ে কাড়াকাড়ি
ছুটির সময় মামাবাড়ি
উদাস করে
মন।
নিঝুম
দুপুরে নিঘুম চোখে
অশথ তলায় বটের শাখে
উচ্ছাসেরই দিনগুলি সব
স্মৃতিতে আজ ম্লান।
টিনের
বাক্সে বই-খাতা
কাঠের বাঁটে লম্বা ছাতা
খালি-পা আর হাফ-হাতা
স্কুলের প্রতি টান।
বিকেল
বেলায় খেলার মাঠ
তাল-বাগরার ক্রিকেট ব্যাট
পলিথিনের ফুটবলেতেই
ভরিয়ে নিতাম জান
তারপর
পেরিয়ে
এলাম অনেকটা পথ
জীবন এখন উল্টো-রথ
সুখের খোঁজে শান্তি গেছে
জীবন বেরঙিন।
তাই
চাই না
আমি অর্থকড়ি
চাই না
আমি বৈভব
আমি শুধু চাই গো ফেরৎ
হারিয়ে যাওয়া শৈশব।
লক্ষ্য শুধুই বৈভব।
অবুঝ কথার বেসুরো গান
সাঁতার কেটে পুকুরে স্নান
সেই তো ছিল জীবন।
খেলনা নিয়ে কাড়াকাড়ি
ছুটির সময় মামাবাড়ি
অশথ তলায় বটের শাখে
উচ্ছাসেরই দিনগুলি সব
স্মৃতিতে আজ ম্লান।
কাঠের বাঁটে লম্বা ছাতা
খালি-পা আর হাফ-হাতা
স্কুলের প্রতি টান।
তাল-বাগরার ক্রিকেট ব্যাট
পলিথিনের ফুটবলেতেই
ভরিয়ে নিতাম জান
জীবন এখন উল্টো-রথ
সুখের খোঁজে শান্তি গেছে
জীবন বেরঙিন।
আমি শুধু চাই গো ফেরৎ
হারিয়ে যাওয়া শৈশব।
0 মন্তব্যসমূহ