পানকৌড়ি
সকাল বেলায় ডুব দিয়েছ
মিষ্টি হাসি জলের ভেতর সঙ্গী করে
সহেলি যে লাস্যে দেখি গড়িয়ে পড়ে
হাসির সাথে মুক্তা কেবল মুক্তা ঝরে।
এ এক নেশা
বন্দী করে কারাগারে
খোয়াড় কখন রেশ হারাবে কেউ জানেনা
আসক্তিতে মরণ হলে সুরার মত
নিজের মত চলতে থাকা। কেউ মানেনা।
পানকৌড়ি
হৃদয় নিয়ে করলে খেলা
ছিন্ন মেঘে রং টি ভেসে মিলিয়েও যায়
অধীর হওয়া এখন দেখি মানায় না আর
জলের সাথে মিলিয়ে যাবার আছে কি দায়!
মিষ্টি হাসি জলের ভেতর সঙ্গী করে
সহেলি যে লাস্যে দেখি গড়িয়ে পড়ে
হাসির সাথে মুক্তা কেবল মুক্তা ঝরে।
খোয়াড় কখন রেশ হারাবে কেউ জানেনা
আসক্তিতে মরণ হলে সুরার মত
নিজের মত চলতে থাকা। কেউ মানেনা।
ছিন্ন মেঘে রং টি ভেসে মিলিয়েও যায়
অধীর হওয়া এখন দেখি মানায় না আর
জলের সাথে মিলিয়ে যাবার আছে কি দায়!
0 মন্তব্যসমূহ