মানুষগুলোকে
সাক্ষাৎ ভূতের মতো মনে হয়
গোটা
গায়ে ধুলোবালি ছাই সিমেন্টের কাদা,
রাস্তা
বানানোর লটপটে গলানো পিচের ছাপ
মাথায়
গামছার পাগড়ি,কারো কারো
মাথায়
ফুটোফাটা
ক্রিকেটের টুপি,কারো
পায়ে প্লাস্টিকের
বা চটের
বস্তা-জড়ানো জুতো,কারো
প্লাস্টিকের চটি,
হাতে
ঝুড়ি কোদাল পাসনা কেদ্যা গাঁইতি শাবল।
মেহনতী
মহিলারাও গামছা-কোমর শাড়ি, মাথায়
ওড়নির পাগড়ি জড়ানো,ঝুড়ি-টানা পাথর-ভাঙা
মাটি-কাটা
কড়া-পড়া হাত, জাত বেজাত
সব এক,
এক অন্ন
সংস্থান আদর্শ তাদের, হাত পা গতর
চপচপে
গেঁজা-গেঁজা ঘামে-ভেজা,জান মান
ইজ্জতের
বালাই তাদের নাই, এরাই এ দেশের
আদর্শ
কর্মীবাহিনী , যাদের ঋণ
শেষ হয় না---
বাড়ে
শুধু বাড়ে বেহাল মাথার বোঝা
গোঁজামিল
জীবনের নিত্য পেরেশানি।
এরাই
ভারতবর্ষ এরাই বিশ্বভুবন টেনে যাচ্ছে,এরাই
মানব
সভ্যতার বিকাশের বিভাসের কলুর বলদ।।
0 মন্তব্যসমূহ