ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বিস্মরণ -শেখ আব্বাস উদ্দিন

 

অনন্ত অন্ধকার বুকের ভিতর

নৈশব্দের স্রোত বয়ে চলেছে নিরবধি

মহাসংগীতের মত। 

উচ্চারিত হয় অন্তরাত্মার প্রলাপ। 

ভেজানো আগল খুলে গেলে প্রবাল দ্বীপের নুড়ি পাথর গুলো জেগে উঠছে প্রাচীণ অনুভব ছুঁয়ে;

তুমি আর সারা পৃথিবী এখন নিশ্চুপ

বাইরে কোথাও কিছু ঘটছে না!

মনের ভেতর ভাবনার ইঁদুর দৌড় অবিরাম



একটা সত্ত্বা মাঝখানে দাঁড়ায় অহেতুক;



কিছুটা সময় ভারমুক্ত, অদৃশ্য যন্ত্রণারা…

রক্তের নীল ঝরনা তখনও ঝরে ধীর মন্থর স্তব্ধ 

সুনিপুন; একটা স্বপ্ন জাগে জেগে ওঠে, সুস্থ পৃথিবীর চোখ



নতুন সকালের মায়া আছড়ে পড়ুক 

আমাদের প্রিয় পৃথিবীর বিক্ষত বুকে

আগাছাও প্রানবন্ত হোক, ফুটুক প্রাণের মুকুল।

মানুষই শুধু কাঁদায় মানুষকে

গর্হিত এ অপরাধ সমীচীন নয়, সকলেই জানি;

তবু কেন পরাভূত হই নিজের কাছে

কোন বাধ্যবাধকতায়! সূর্য জানে না পক্ষপাত 

কেন বিভক্ত হই দ্বেষ, বিদ্বেষের ঘৃণায়, অহংকারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ