ভয়ঙ্কর ক্ষয়ে যাচ্ছি, চতুর্দিকে সাদা পাতা ছড়ানো ছিটানো
পায়ের তলায় শুধু অশ্রুবিন্দু, যেন
ভাঙা কাঁচের পাহাড়
এত রক্ত, এত
যুদ্ধ ,ক্ষয়ে যাচ্ছি মিশরের মমির
মতন
যন্ত্রনায় সাদা থেকে আরও সাদা, ক্লোরোফিল ঝরে গেছে বৃষ্টিবিন্দু
হয়ে
বৃত্ত থেকে ব্ল্যাকহোলে ছুটে গেল
দুধসাদা পায়রার ডানা
অপাপবিদ্ধ এক সরীসৃপ অন্ধকার
স্থির হ্রদে ওৎ পেতে থাকে
উজ্জ্বল বিকিনি পরা
ক্লিওপেট্রা চাঁদ তার বুকে মিশে যায়
বিলম্বিত লয়ে কাঁপা কার যেন
নীল দুটো চোখ
সপ্তর্ষিমণ্ডলের দিকে অবিকল
কম্পাসের মত উড়ে যায়
নড়ে ওঠে কুর্চিফুল, ছিটকে যায় ব্যারিকেড বুকের ভিতরে
যন্ত্রনায় সাদা থেকে আরও সাদা, রক্তহীন যীশুর কফিন
ভয়ঙ্কর ক্ষয়ে যাচ্ছি, চতুর্দিকে সাদা পাতা ছড়ানো ছিটানো
0 মন্তব্যসমূহ