ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঋগ্বেদ অথবা লখিন্দর -শুভদীপ দত্ত প্রামানিক

 


সংসার কাঠামোতে তামাটে লখিন্দর 

স্বর্গীয় সভা এবার আমাকে নিয়ে চল

আমি মানুষ, বেহুলাও মানুষ — হে ইন্দ্র গুঁড়ি চায়, তেজ ও জল আমার পুরাণ 

 

পুরাণ দরজা খুলে দেখি ঋগ্বেদ রাজনৈতিক দলের বৈঠকে অংশ নিয়েছে 

 

তোমরা লখিন্দরকে ছেড়ে দাও

সমবায়ী রাস্তাটা কিছুদূর এগিয়ে আবার ভেঙে গেছে কয়লার গুঞ্জনে;

কয়লা খোঁচা দেয় মাংসে তথা শয়তানের ঘরে 

 

বাঘছাল বর্ণের মেঘে বেহুলা গুটিয়ে নেয় চুল

গায়ত্রী শক্তি আলো, কালি

অনুগত বুকে

       আমি অভাব 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ