ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

যে কথাটি বলে উঠতে পারিনি - অভিজিৎ হালদার

 


যে কথাটি বলে উঠতে পারছি না

অথচ কথাটি বলা খুবই জরুরি

যে কথাটি আমি তোমাকে বলতে চাই

কিংবা তুমি আমাকে....

 

 

 

কথাটি না বলায় শোভা পায় এখনও

একি লাবণ্য! নাকি কিছু উপক্ষন মাএ!

কথাটি এখন না বললেই ভালো

অথচ যে কথাটি বলতে চাই

সেই কথাটি লক্ষ মাইল দূরের পথে

মনে হয় কয়েক যুগ দেখা হবে না আর

অথচ যে কথাটি বলে উঠতে পারিনি

একটি বরাদ্দ নির্দিষ্ট কারণের জন্য 

যে যার পথে চলে যাওয়া

হিপনোটাইজ ক'রার চেষ্টাও করিনি কখনো

বৃষ্টি তো ঝরবেই  শহরের পথে

রাস্তায় গড়িয়ে যাবে বৃষ্টির সমস্ত বিন্দু

অথচ যোগাযোগের সমস্ত মাধ্যমই  বন্ধ।

 

 

 

 

সমস্ত দিন কেটে রাত্রি নামবে

আকাশে অদ্ভুত একটি রঙ

কিছুটা নীল কিছুটা গোলাপী

যে রঙ দেখেছিলাম আমি অপেক্ষার প্রহরে

ঠিক সেই রঙ আর দেখা যাবে না হয়তো!

হয়তো কথাটি একদিন বলার প্রয়োজন হবে

কিন্তু মনে হয় কথাটি এতদিন না বলেই ভুল করেছি।

 

 

 

যে কথাটি বলা খুবই জরুরি

অথচ বলে উঠতে পারছি না!

একটি নির্দিষ্ট বরাদ্দ কারণের জন্য

অথচ কথাটি বলা খুব জরুরি

যে কথাটি আমি তোমাকে বলতে চেয়েছি

সেই কথাটি বলে উঠতে পারছি না আজও।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ