ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বিকেল তখন সাড়ে চারটে - পূর্বালী দে

 

টুকরো কথা গতানুগতিক, জীবনের দেনা-পাওনা,
উগড়ে দেওয়া লাভার মাঝে, প্রতিবাদের বায়না।
 
দূরন্ত এক বিবৃতি ছোটে, অযোগ্যতা মানুষ ভেদে,
ঠোঁটের দিব্যি মানিয়ে নিতে, আদিমতা বিপুল জেদে।
 
বিকেল তখন সাড়ে চারটে, কার্নিশে রোজ নামতার খেলা,
মূহুর্তের মাঝে জড়িয়ে ধরি, চোখ জুড়ানো ক্লান্তির বেলা।
 
উত্থানের পথ সুগমের স্রোতে, হাজার কথা প্ররোচিত,
খোলা চুলে উড়িড়ে দিতে, যৌবনের বন্দর ক্ষুধিত।
 
 সিন্ধুর কথা বিন্দুতে মেশে, ভুক্তভোগী মুক্ত প্রাণ,
 শত বর্ষে পাড়ি দেবে, রঙিন কোন অশ্রু বাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ