ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

প্রতিটি মানুষ – সুমিত মোদক

 

স্বপ্নেরও নিজস্ব কিছু কথা থাকে ;

সে গুলি কে জুড়ে জুড়ে মালা গেঁথে নেয় 

বাপ-মা হারা মেয়েটি ;

এতো দিন সে জেনে গিয়েছে পৃথিবীটা কতটা কঠিন, কতটা আত্ম কেন্দ্রিক ;

আবেগ, ভালবাসা বলে কিছু হয় না ;

 

আকাশের উজ্জ্বল নক্ষত্র মাঝে মাঝেই

মেঘে ঢাকা পড়ে যায় ;

তবুও, ছুটে আসে আলোর মিছিল ;

সেই আলোতেই  সারাটা শরীর ধুয়ে নেয়

উঠানের এক ধারে সুগন্ধ ছড়ানো

হাসনুহানা ফুলের গাছটি ;

 

একটু একটু করে পৃথিবীর বয়স বাড়তে থাকে ;

আর তখনই প্রকৃতি বড় অসহায় হয়ে পড়ে

নিজের কাছে ;

ঠিক যেনো অসহায় মেয়েটির মতো ;

 

নতুন আরেক স্বপ্ন নিয়ে বাঁচাতে বাঁচতে 

চেয়ে ছিল যে মানুষ গুলো,

এক এক করে সকলে খুন হলো ;

খুন হয় মনুষত্ব, মানুষ …

মেয়েটির বাপ-মার মতো ;

 

মেয়েটি নতুন করে স্বপ্ন দেখে ;

নতুন করে বাঁচতে চায়, বাঁচার লড়াইয়ে ;

এই একার লড়াইয়ে …

 

প্রতিটি মানুষ একার লড়াইয়ে বেঁচে ওঠে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ