ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তোমার পথের দিকে চেয়ে চেয়ে - শেখ আব্বাস উদ্দিন

নীল সমুদ্রসম চোখ
জ্বলন্ত অঙ্গারের মত হৃদয়, প্রত্যুৎপন্নমতিত্ব আর
প্রবল ধী-শক্তি দুর্বার গতিতে তুলেছিল আনছিল তোমাকে নেতৃত্বের চিলেকোঠায়
তুমি ভেবেছিলে ছাদে উঠলে আকাশ ছোঁয়া যায় 
স্বপ্ন ধরা যায়; স্বপ্ন ছুঁতে, আকাশ হতে 
ছাদে উঠে ছিলে বুঝি!
তুমি জানতে না------ কিছু স্বপ্নকে স্বপ্ন রাখতে হয়,
তোমার অপছন্দের জন্মের যে অপরাধ
সে অপরাধ বাধা হয়েছিল তোমার স্বপ্ন পূরণের পথে সেকথা বোধহয় তুমি জানতে না

স্বচ্ছ আকাশে যে মেঘ ছিল তোমার বোধ তোমাকে তা জানতে দেয়নি, কিংবা
তুমি যাকে বন্ধু ভেবেছিলে সেই ছিল ছদ্মবেশে

অন্ধকারের সীমানার ঠিক নিচে যেখানে দাঁড়িয়ে তুমি প্রার্থনা করতে মানবতার মুক্তির জন্য 
যেখানে দাঁড়িয়ে তুমি কাঁদতে আপন-মনে 
আবিলতা মুক্ত পৃথিবীর জন্য 
অনাহারী শিশুর দুধের জন্য প্রার্থনা করতে 
যেখানে দাঁড়িয়ে
সেই স্থানকে তারা বেছে নিয়েছিল-----
তোমার ছুটির পরোয়ানা তাদের হাতে ছিল, 
সাথে ছিল সভ্যতার মগজের লাথি মারার ঔদ্ধত্য আর বিষাক্ত অন্ধকার 

তোমার নির্ঘুম রাতগুলো সেদিন অনেক অনেক অনেক দূরে চলে গিয়েছিলো তোমার থেকে
তোমার প্রিয় মাটির থেকে।

যে ঘুম তুমি কখনো চাওনি সেই ঘুম এসে 
তোমাকে নিয়ে চলে গেল 
তুমি চলে গেলে, 
ক্লান্ত রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষের শীর্ণ মুখ, 
সন্তানের মুখে দুধ যোগাতে না পারা মায়ের যন্ত্রণা 
বেকার জীবনের অবসাদ 
সবকিছু তোমার দিকে চেয়ে রইল আর 
তুমি চলে গেলে নির্দ্বিধায়
নাকি তোমাকে যেতেই হত, তাই তুমি চলে গেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ