ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

জীবন থেকে ফিরে চলি - অনিন্দ্য পাল

 যদিও এখনও বয়সের ঠিক মাঝখানে দাঁড়াইনি 

দেখিনি ফেলে আসা পায়ের ধুলোছাপের দিকে 

যদিও এখনও ঘুম পায় রাতের বয়স হলে 

তবু, ব্যাথা হয় 

তবু যন্ত্রণা হয় অনেক পুরোনো কাঁটা বেঁধা আঙুলে 

রক্ত দেখে কুঁকড়ে যায় লাজুক হৃৎপিণ্ডও, এবং 

যন্ত্রণা হয়...  

ঘুম ভেঙে গিয়ে দেখি রাত মৃতশব্দে কথা বলে 

অথবা জীবনকে পকেটে ভরে ফিচেল হাসে মৃত্যু

তীক্ষ্ণ বিদ্রূপ ডাকে অস্পষ্ট শিয়ালের স্বর

ভাবি যন্ত্রনাটুকু চলে গেলে পিছে পিছে যাবে 

শেষ শ্বাসটুকু ... 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ