গ্রামটি আমার পাহাড় ঘেঁষা বিশাল বড় বিল,
চাইলে দূরে যায় যে দেখা আকাশ খানা নীল।
মাঝখানে তার রাস্তা গেছে পাহাড় বরাবর,
দুই পাশে দুই ভিন্ন পাড়া মাটির ছোট ঘর।
গাছের ডালে পাখ পাখালি গাইতে থাকে গান,
জুড়িয়ে দেয় মনটি সবার মাঠের সবুজ ধান।
একপাশে তার বয়ে গেছে একটি ছোট খাল,
মিশলো দূরে নদীর সাথে গ্রামকে করে ঢাল।
জোয়ার ভাটার খালটি থেকে এলে সুদিন মাস,
মেশিন দিয়ে তুলতো পানি হতো ধানের চাষ।
ড্রেইন করে বিলের মাঝে দেয় জমিতে জল,
আসতো ছুটে পোকার খোঁজে সাদা বকের দল।
লাঙ্গল দিয়ে চষতো জমি দেখার কি যে সুখ!
চোখ মুদলে আজো ভাসে ওদের যত মুখ।
বর্ষা দিনে জল থৈ থৈ ডুবতো যখন বিল,
ঢেউয়ের দোলায় রোদের হাসি করতো রে ঝিলমিল!
স্মৃতি গুলো গীতির মতই তুলে মনে সুর,
হাত বাড়ালে পাই যে খুঁজে স্মৃতির সমুদ্দুর।
যায় না ভোলা মনের কোণে হাজার স্মৃতির ভীর,
হাত বাড়িয়ে ডাকে আমায় গাঁয়ের ছোট নীড়!
0 মন্তব্যসমূহ