চিত্ত আমার ভক্তিভরে সিংহাসনে বসিয়ে যারে
বন্দে দিবসনিশি
চরণ ধুয়ায়ে প্রার্থনা করিয়া নমে যাহার চরণে দিয়া
পুষ্প রাশি রাশি।
চিত্তমাঝে লুকিয়ে সে যে সঙ্গী আমার সকলকাজে
দেখিতেছে সব হাসি।।
তাহারে দিয়াই তাহার চরণে পুষ্পের অর্ঘ্যে
ইচ্ছা জানায় -' ঠাঁই যেন পাই তোমারি স্বর্গে '।
স্থান যেন পাই তোমার হৃদয়ে কহে সজল চক্ষে,
নয়ন মেলিয়া দেখে নাই
নিজেই তাহারে দিয়াছে ঠাঁই
তাহার আপন বক্ষে।
0 মন্তব্যসমূহ