সেদিন শ্বাসরোধের শরীরে জন্ম নিল আত্মার আগুন
বাতাসে উড়ল জীবন।
তুমুল বৃষ্টি। গাছেরা শুয়ে আছে এলিয়ে।
মৃত্যুর গায়ে লেখা আছে শিশুর পাঠশালা।
বেঁচে আছি। এই শরীর।
ধুলো মেখে নিচ্ছি আবার যুবতীর মাঠে
ওই দ্যাখো! কিছু মানুষ দাঁড়িয়ে সূর্যের দিকে।
ঠিকানা ভুলিনি কখনো। এই বাড়ি।
0 মন্তব্যসমূহ