ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

প্রেমিক পুরুষ - শু ভ জি ৎ পা ল





 যদি তুমি আমার গল্পের উপন্যাস হও,

তাহলে আমি এক আকাশ ভালবেসে যাব।

যদি রোদ্দুর মাখা শ্রাবণে ঈশান কোনের মেঘ হও,

 তাহলে আমি ভালবাসার রামধনু হয়ে ঘুরে বেড়াবো।

যদি এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়ে কথা না রাখার কথা হও,

তাহলে আমি মিষ্টি রোদের খামে ঝরা পাতার চিঠি হবো।

তোমার দীঘল খোপার এক ফাগুনের ফুল হবো।

তোমার দগ্ধ ব্যথার জ্বালা হবো, তোমার খুশিতে ভরা নদীর স্রোত হবো।

তোমার অমাবস্যা রাতের তন্দ্রাবতী প্রিয় হবো। 

তোমার চোখের নোনা জল হবো।  তোমার জ্বরের ঘোরে জাপটে ধরা দেহের সমস্ত উত্তাপ হবো।

তোমার প্রকৃত প্রেমিক পুরুষ হবো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ