
একটা সাহসী আগুন
পুড়িয়ে দিল গোটা জঙ্গলকে;
হাউ হাউ করে উঠলো পশু,পাখি, বিবেক।
একটা ভূমিকম্প গোঁফে তা দিয়ে
কাঁপিয়ে দিল একটি শান্ত এলাকা।
এক পশলা বৃষ্টি
দরকারে অদরকারে এক লহমায়
ভিজিয়ে দিল সবাইকে।
সূর্য দিল আলো, চাঁদ দিলো জ্যোৎস্না।
না চাইতেই
একটা যুদ্ধ দিল মহামারী ও
ফিনকে দেওয়া রক্ত স্রোত।
একটা পশু
ধর্ষণ করে চললো রাতের অন্ধকারে..
আদালতে সাক্ষী দিতে এলেনা তুমি।
প্রকৃতি, পশু, যুদ্ধ, আর তুমি যা পারো;
আমি নির্বিচারে কিছুই করতে পারিনা
কারণ আমি মানুষ।
0 মন্তব্যসমূহ