আচ্ছা, ওরা কোথায় বলতে পারেন, এখানে যে সত্য ছিল!
সত্য ছিল, বিবেক ছিল, মানবিকতা আর মূল্যবোধ ছিল?
আচ্ছা চেনেন! বাঃ,জানেনও ওদের? বলুন তো ওরা গেছে কোথায়?
সে কি!চাতুর্যরা কিনে নিয়েছে ভিটে? সত্য আজ নেই এ পাড়ায়?
বিবেকের বাড়িটা খালি পড়ে আছে।আচ্ছা! বাড়িটা এবার নিলাম হবে?
লালসারা কিনে নেবে জলের দরে! পাড়ায় তবে কে আর রবে?
মানবিকতা, মূল্যবোধ চলে গেছে,! শঠতা এসে গেড়েছে ডেরা?
সঙ্গে তার মহাবন্ধু কুটচাল! আর বাকিরা সব পাড়া ছাড়া?
সততা ছিল বিবেকের বড় ভাই।ছিল লজ্জা, ছিল নম্রতা!
কি বললেন!ওরা নেই এখন? সেখানে থাকেন এখন উগ্রতা?
সঙ্গে থাকে কাম ভারি চোরা, যাকে পারে সেটা ফুসলায়!
তার সঙ্গে থাকে নগ্নতা সে এক, এ পাড়ায় থাকা, হয়েছে বড় দায়?
আহা আহা আহা, তাই নাকি বটে!আচ্ছা, ছিল হেথা দুই মুরুব্বি?
সন্মান আর মর্যাদা তারা। লোকে তাদের মানত যে খুবই!
ও সন্মান! হয়ে গেছে পাড়া ছাড়া, অবিশ্বাসের দলের চোটে?
মর্যাদা পালিয়েছে রাতের আধারে! মান সন্মানের সংকটে?
সেখানে থাকে বিত্ত এখন, শুনি তার চলা বলা অন্যরকম!
সকলের সাথে ভীষণ বৈষম্য।তার সাথে চলা বড় দায় এখন?
আচ্ছা এখানে ছিল হাসিখুশি ওরা, আনন্দ আর তার দুই বোন?
বলতে পারবেন না তাদের হদিস, তারা আছে কোথায় এখন!
ওখানে থাকে কান্না দুঃখ যন্ত্রণা প্রতারণা আর অবিশ্বাস!
বিশ্বাস যখন মারা গেলো ভালবাসা ও ফেলল শেষ নিঃশ্বাস।
জীবন ছিল জানতাম হেথায় শান্তি ও ছিল এককালে
আজ কেউ নেই বন্ধু স্বজন সবাই কোথায় গেলো চলে!
তবে আর বলুন খুঁজব কাকে সবাই যদি চলেই গেলো
শান্তি নেই জীবন নেই, জীবন এখন বড় এলোমেলো।।
হায় নিয়তি জীবন যতি টানলে তুমি এমন করে!
শান্তি বিহীন জীবন এখন টানবো জানিনা কেমন করে?
শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র
0 মন্তব্যসমূহ