পাল্টে
যেতে থাকে নিঃশব্দ পদচারণা
লুকানো ভবিষ্যত হামাগুড়ি দেয়
মেঘ পাড়ি জমায় মফস্বল আকাশে
অসংলগ্ন
পা হাঁটে নরকের পথে
প্লাস্টিক দেবতারা ও পূজা পায়
চিৎকার ফেলে আসি লাশ হয়ে যাওয়া
যুবতীর গোপনাঙ্গে
অসমাপ্ত ঘুমের আস্কারা য়
স্বপ্নেরা উদ্দাম নাচে
নিস্তব্ধতা
ভেঙে শিরোনামে আসে ওম লাগা বিছানাটা
নিঃশব্দ
পদচারণায় গিরগিটি বারবার রং বদলায়
0 মন্তব্যসমূহ