ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অনুকম্পা -অসীম কুমার সমদ্দার


উড়ে যাব একদিন প্রমিথিউসের নাম করে

কোন চৈতালি রাতে, তোমার জানালার কাছে।

তুমি থেকো জোনাকি হয়ে আলো ধরে,

ইঙ্গিতে ভুলিয়ে দিও দুর্দশার গল্পগুলো হাসিমুখে।

তখন তারাদের অনুকম্পা ঝরে পড়বে 

চারদিকে তোমার অশ্রু ভর করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ